মোঃফরমান উল্লাহ, ভ্রাম্যমান প্রতিনিধি
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় অসহায় কৃষকের পাকা ধান কাটাসহ মাড়াই করে দিল ছাত্রলীগ। জানা যায়, আজ শুক্রবার(৫ মে) উপজেলার নাজিরপুর ইউনিয়নের দিলুড়া গ্রামের অসহায় কৃষক সিরাজ মিয়ার জমির পাকা ধান কাটা এবং মাড়াই করে দেয় নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশ,কেন্দ্রীয় ছাত্রলীগ এবং কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের নির্দেশনায় অসহায় কৃষক সিরাজ মিয়ার জমির পাকা ধান কাটা এবং মাড়াই করে দেওয়া হয়। ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ ছাত্রলীগ মানবতার সেবায় নিয়োজিত ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রলীগ কর্মী মোজাম্মেল হক, আতাউর রহমান,মাজহারুল ইসলাম, রমজান, শাহাদাৎ নবাব, রিপন প্রমুখ।