মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথ পুর এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা(উত্তর) ইউনিয়নের মহেষখোলা গ্রামের সংযোগ কালাগড় খেয়া ঘাট। শতাধিক বছর যাবৎ দুই জেলার জনগন সহ আশ-পাশের অন্যান্য জেলার জনগনের যাতায়তের দুর্ভোগ ছিল সীমাহীন। কালাগড় খেয়া ঘাটের ব্রিজ চালু হওয়ায় সীমাহীন দুর্ভোগের অবসান হয়েছে। ব্রিজটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন না হলেও মানুষের যাতায়তের সুবিধার জন্য উনমুক্ত করে দেওয়া হয়েছে।
শুষ্ক মৌসুমে নদীর উপর বাঁশের সাঁকু এবং বর্ষার মৌসুমে নৌকা ছিল নদী পারাপারের একমাত্র মাধ্যম। নৌকায় করে মোটরসাইকেল পারাপার করতে অনেক সময় ঘটেছে দুর্ঘটনা। কস্ট করে নৌকা পার হলেও প্রায় তিন কিলোমিটার রাস্তা হেঁটে চলাচল করতে হয়েছে এ এলাকা সহ আশেপাশের অন্য এলাকার জনগনেরও। বর্তমানে বাংলাদেশ -ভারত সীমান্ত দিয়ে বর্ডার রোড পাকা হওয়া এবং কালাগড় খেয়া ঘাটে ব্রিজ তৈরী হওয়াতে অবসান হয়েছে শতাধিক বছরের যাতায়তের দুর্ভোগ। এলাকা বাসিরা জানান, বর্ডার রোড এবং কালাগড় ব্রিজ চালু হওয়ায় আমাদের যাতায়তের দুর্ভোগ অবসান হয়েছে। কালাগড় খেয়াঘাট ইজারাদার দূদু মিয়া এবং লিয়াকত আলী জানান, বর্ডার রোড এবং কালাগড় ব্রিজ চালু হওয়ায় নেত্রকোণা জেলার কলমাকান্দা এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা- মধ্যনগর উপজেলার জনগনের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং মানুষের আয় বৃদ্ধি হবে এবং বেকারত্ব দুর হবে। যে রাস্তা দিয়ে মানুষ পায়ে হেঁটে যাতায়ত করতে পারত না সে রাস্তা দিয়ে এখন অটোরিক্সা, সিএনজি, বাস, পিকআপ ভ্যান সহ বড় ট্রাক দ,মালামাল নিয়ে নির্বিঘ্নে যাতায়ত করতে পারছে। এতে করে যাতায়ত ব্যয় অনেক সাশ্রয় হবে, অনেক বেকার মানুষের কর্ম-সংস্থান সৃস্টি হবে বলে অনেকে মনে করছেন।
১৩ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৬ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৮ দিন ২২ ঘন্টা ৯ মিনিট আগে
৫৪ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে
৫৪ দিন ১৫ ঘন্টা ১০ মিনিট আগে
৭২ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০৬ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে