নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
বুধবার(১০ মে) বিকালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এতে নাজিরপুর, লেঙ্গুড়া এবং খারনৈ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দূর্গাপুর রোডে ঝড়ের তান্ডবে গাছ ভেঙ্গে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের সহযেগিতায় রাস্তা থেকে গাছ সরানোর ফলে যান চলাচল স্বাভাবিক হয়। অল্প সময়ে ঝড়ের তান্ডবে ঘর-বাড়ি, গাছ-পালা ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।
তাৎক্ষণিকভাবে ঝড়ের ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায় নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সহজ্রাধিক গাছ-পালা এবং শতাধিক ঘর-বাড়ির ব্যাপক ক্ষক্ষতি হয়েছে। ঝড়ের পরপরই উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরে জমিনে পরিদর্শন করেন।
এসময় নির্বাহি অফিসারের সাথে ছিলেন কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ খায়রুল আলম খসরু।
১৩ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৬ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৮ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে
৫৪ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে
৫৪ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৭২ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
১০৬ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে