মোঃফরমান উল্লাহ, নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী সন্যাসী পাড়া গ্রামে শনি ও রবিবার (১২ ও ১৩ মে) অদম্য বাংলাদেশ, নেত্রকোণা সম্মিলিত যুব সমাজ, গ্রামবাসীও বেসরকারী গবেষণা প্রতিষ্টান "বারসিকের যৌথ উদ্যোগে "সকল প্রাণের জন্য খাদ্য চাই, নিরাপদ খাদ্য" এ শ্লোগানকে সামনে রেখে "খাদ্যবৈচিত্র ওবীজবৈচিত্র মেলা" শিশুদের নিয়ে আদিবাসি খাবার বিলুপ্তি ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা, খাদ্যবৈচিত্র নিয়ে কুইজ ও নারীদের নিয়ে চীনাবাদাম খাওয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলায় ৩১ জাতের নিরাপদ খাবার এবং ৩৫ জাতের বীজ প্রদর্শন করা হয়। গ্রামের প্রবীণ কৃষক ও আদিবাসি নেতা মার্শেল মানকিন বলেন, নারীরাই নিরাপদ খাদ্য উৎপাদন ও বীজ রক্ষার কারিগর।এখনো নারীরা নিজ হাতে নিরাপদ খাদ্য উৎপাদন করেন ও তার সন্তানের মুখে তুলে দেন। গ্রামের প্রায় ১৭০ জন নারী,পুরুষ ও শিশু এতে অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু, রিপন মিয়া, সাবানা মারাক। মেলায় আদিবাসী নারী মিতালী ডিব্রা শিশুদেরকে মেলায় স্টলের খাদ্যের সাথে পরিচয় করিয়ে দেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য নিজ বাড়ির আঙ্গিনাকে ব্যবহার করার পরামর্শ দেন। মেলায় শিশু ও নারীরা বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। অনুষ্টান শেষে অংশগ্রকারীদের কৃষি উপকরন পুরুষ্কার প্রদান করা হয়।
১৩ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
৩৬ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৮ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে
৫৪ দিন ১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫৪ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে
৭২ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
১০৬ দিন ২১ ঘন্টা ১৮ মিনিট আগে