দৈনিক জয় বাংলা অনলাইন নিউজ পোর্টালে
বিবাদীর ভুয়া প্রমানের কনক ঠাসায় পরলো বাদী শিরোনাম প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। খবর টি অদৌ সত্য নহে
বরং জমি দাতাদের সহিত সাড়ে ষোল শতাংশ জমির বিক্রয় মূল্যের ৩ লক্ষ টাকার মধ্যে ১লক্ষ ২৬ হাজার টাকা দিয়ে অবশিষ্ট ১লক্ষ ৭৪ হাজার টাকা না দেওয়ার টালবাহানা।
প্রকৃত ঘটনা হচ্ছে বাদী মোঃ ছাইয়াদার রহমান (৬০)পিতা মৃত্যু কাল্টা মামুদ সাং বাজেডুমরিয়া মাঝা পাড়া গত (১৪/৪/১৬) (১৬/৪/১৬) (২৬/৪/১৬)(৮/৭/১৬)ইং তাং মোট ৪ ডেটে নির্ধারিত মূল্যের ৩ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ ২৬ হাজার টাকা বুঝিয়া দিয়া ৪ জন দাতা আমার সহদর ছোট ভাই ১। লিটুু পিতা মৃত্যু মমিন উদ্দিন সাং বাজেডুমরিয়া মাঝা পাড়া ২।হেলাল পিতা ঐ ৩।সহির উদ্দিন নিরফুল পিতা ঐ৪।নুরুজ্জামান লালচান পিতা ঐ সর্বশেষ বাদীর নিকট ৮/৭/১৬ ইং তারিখে বায়না টাকা গ্রহন করে ১০ দিন পর ১৮/৭/১৬ ইং তারিখে খতিয়ান এস,এ ২৬৪,বি,এস ১৩২০ দাগ সাবেক ২৭৩৮ হাল দাগ ২৯৭২ এবং দাগ সাবেক ২৭৭৯ হাল দাগ ২৩৫২ মোট ২ দাগে ৩৫৯৭ নং দলিল মূলে ষারে ১৬ শতাংশ জমি বায়নার টাকা গ্রহনের সময়ের ২ নং স্বাক্ষী মোঃ সহির উদ্দিন ও ৪ নং স্বাক্ষী মোঃ দুলাল মিয়া কে দলিলের সনাক্তকারী স্বাক্ষী করে নজরুল ইসলাম সরকারের লেখিত দলিল রেজিস্টারি করিয়ে দেই তার বড় ছেলে মোস্তাফিজারের নামে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত আছে উল্লেখিত বিষয় ৪ জন দাতা আমার আপন সহদর ছোট ভাই হওয়ার সুবাদে উক্ত বায়নার টাকা সকলের সম্মুখে আমি গ্রহন করি এই তথ্য ছাড়া আমার ভাইয়েরা বাদীর নিকট টাকা গ্রহন করিয়াছে তাহার কোন তথ্য বা প্রমান দেখাতে পারিবেনা । দলিল হওয়ার পর অবশিষ্ট টাকা না দিয়ে আজ কাল করে সময় ক্ষেপন করেন। আমার পরিবারের ৭ ভাইয়ের মধ্যে আমি বড় সংসারের সব কিছু আমি দেখা শুনা করি, গত দুই বার ইউপি সদস্য ছিলাম চলমান সামান্য ভোটে হেরে যাই আগামী ইউপি নির্বাচনে অংশ গ্রহন করব ইনশাআল্লাহ আমার জনসমার্থন দেখে একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবত সুনাম ক্ষুণ্ণ করার জন্য পায়তারা করিয়া আসিতেছে,মিথ্যা ঘটনা কে পুজি করে এ ধরনের ষড়যন্ত্র মূলক তথ্য প্রচার করে আমার ব্যাক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করেছে। এ ধরনের বানোয়াট সংবাদ প্রচারে বিরত থাকার জন্যে পোর্টাল দ্বয়ের সাংবাদিক সহ কতৃপক্ষ কে আহবান করছি। প্রতিবাদকারী মোঃ রফিকুল ইসলাম সাবেক ইউপি সদস্য ১ নং ওয়ার্ড কিশোরগঞ্জ নীলফামারী।
২ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ দিন ৪ মিনিট আগে
৩ দিন ১৮ মিনিট আগে
৩ দিন ৩০ মিনিট আগে
৪ দিন ৩২ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ১২ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে