কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ নাটোরে বিএনপি নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলো নেতাকর্মীরা কালিগঞ্জে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ‘বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ করা প্রয়োজন’ ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ রহমতের বৃষ্টি চেয়ে কমলগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাজায় গণহত্যার প্রতিবাদে ডোমারে ছাত্রদলের মানববন্ধন ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কুবিতে ছাত্রদলের প্রতিবাদ সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ১১০ কেজি হরিণের মাংস সহ ১ চোরাশিকারী আটক বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ ফিলিস্তিনে গণহত্যা, নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আশাশুনির কাদাকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন হাসিনাকে ফেরানোর বিষয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আর হয়নি: প্রধান উপদেষ্টা ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীতে ৮ দফা দাবি জানিয়ে কৃষি ডিপ্লেমা শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন উপদেষ্টার পদত্যাগের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল বিদায় নিতে মন না চাইলেও বিদায় নিতে হচ্ছে: রাজন কুমার

নোয়াখালীর উড়িরচরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত



নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের বিচ্ছিন্ন গ্রাম উড়িরচরে আইন শৃঙ্খলা বিষয়ে স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম। এসময় স্থানীয় লোকজন চরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারকে অবগত করেন।


বৃহস্পতিবার (১৭ নভেম্বর )   বিকেলে স্থানীয় সমিতি বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে চরবালুয়া ও সন্দ্বীপ সীমান্ত সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নোয়াখালীর জেলা পুলিশ সুপার ( এসপি ) মোঃ শহীদুল ইসলাম পিপিএম।  


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম। 


চরবালুয়া পুলিশ ক্যাম্পের এসআই রমজান আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) দীপক জ্যোতি খিসা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোর্তাহীন বিল্লাহ, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব, ৬নং ওয়ার্ড চরবালুয়ার ইউপি সদস্য আবুল কাশেম প্রমুখ।


মতবিনিময় সভায় স্থানীয় লোকজন চরবালুয়া গ্রাম কোম্পানীগঞ্জের মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন হওয়ায় কিছু অনাকাক্ষিত ঘটনা ঘটে বলে বিবরণ দিয়ে এসব বিষয়ে আইনগত সমাধান চেয়ে পুলিশ সুপারকে অনুরোধ করেন। এছাড়াও চারবালুয়াতে একটি স্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণের দাবি জানান।


নোয়াখালীর জেলা পুলিশ সুপার ( এসপি ) মোঃ শহীদুল ইসলাম পিপিএম  বলেন, দুই জেলার সীমানা বিরোধের বিষয়টি নিয়ে স্থানীয়দের যে বিরোধ ও স্থানীয় লোকজন যে হয়রানির শিকার হচ্ছে এসব বিষয়ের প্রতিকারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। জনগনের নিরাপত্তার জন্য চরবালুয়াতে স্থানীয় পুলিশ  তদন্ত কেন্দ্র বিষয়ে কর্তৃপক্ষ বরাবর লিখিত এবং একজন পুলিশ পরিদর্শক (তদন্ত) এ ক্যাম্পের দায়িত্ব দেওয়া হবে। সবশেষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের সহযোগিতা করার জন্য স্থানীয়দের আহবান জানান নোয়াখালীর জেলা পুলিশ সুপার ( এসপি ) মোঃ শহীদুল ইসলাম পিপিএম।      

আরও খবর