শনিবার ( ১৯ নভেম্বর ) নোয়া কনভেনশন সেন্টার অ্যান্ড হোটেল কনফারেন্স রুমে বাংলাদেশ একাডেমী ফর সিকিউরিটিজ মার্কেটস এর উদ্যোগে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম বিনিয়োগ শিক্ষা কনফারেন্স, নোয়াখালী ২০২২ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক এবং সাবেক উপাচার্য -ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম।
বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম বলেন নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো,তবে অন্যের বুদ্ধিতে নয়। আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি আমাদের প্রত্যেকের উচিত ভেবে চিন্তে নিজের সিদ্ধান্তে বিনিয়োগ করা। তবেই আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি বিনিয়োগে সাফল্য অর্জন করতে পারবো।
এছাড়াও সম্মেলনে নোয়াখালী জেলার ক্ষুদ্র বিনিয়োগকারী ও বিনিয়োগ করার উদ্দেশ্যে আগত অতিথিগণ উপস্থিত ছিলেন।