ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া হত্যা, দেশব্যাপী দমনপীড়ন, গণগ্রেফতার ও নেতাকর্মীদের বাড়িতে তল্লাশির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
এর আগে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে সভাস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে দলীয় নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি’র সভাপতিত্বে ও বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো: শাহজাহান।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি মো: শাহজাহান সরকার পতনের আন্দোলনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানান।
৭ ঘন্টা ০ মিনিট আগে
১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১২ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে