পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩১ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসান'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়া সেমিনার পরিচালনা করেন এবং উপস্থিতিদের ভোক্তা অধিকার আইন সম্পর্কে অবহিত করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিল- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
এ সময় বক্তারা তামাক ও তামাকজাত পণ্যের কুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং এসব দ্রব্য থেকে জনসাধারণকে নিরুৎসাহিত করার জন্য আলোকপাত করেন।
৩১ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৪১ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৫ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬৩ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৬৫ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৭০ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে