গোয়ালন্দে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
গোয়ালন্দে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
রাজবাড়ীর গোয়ালন্দে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
বৃহস্পতিবার(১০ এপ্রিল) এ এসএসসি সমমানের পরীক্ষা শুরু হয়। গোয়ালন্দ উপজেলায় এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে ১৩শত ৩৯ জন শিক্ষার্থী।
এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী সংখ্যা -১১শত ২০ জন , এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ১শত ২৩ জন, দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৯৬ জন ।
জানা গেছে-রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মোট ৪টি কেন্দ্র রয়েছে- এর মধ্যে নাজির উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখা ৭৭০ জন এর মধ্যে উপস্থিত ছিলেন ৭৫৬ জন অনুপস্থিত ছিলেন ১৪ জন,অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ২০১জন,শহিদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৩৫০ জন উপস্থিত ছিলেন ৩৪২ জন অনুপস্থিত ছিলেন ৮ জন,দক্ষিণ উজান চর ইসলামিয়া মাদ্রাসায় মোট দাখিল পরীক্ষার্থী ৯৬ জন এর মধ্যে ৯৩ জন উপস্থিত এবং ৩ জন অনুপস্থিত, ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে মোট এস এস সি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ১২৩ জন এর মধ্যে উপস্থিত ছিলেন ১২২জন ও অনুপস্থিত ছিলেন ১ জন । এসএসসি এবং সমমানের পরীক্ষায় মোট ১৩ শত ১৩জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায়,আমরা এতক্ষন শ্রেণী কক্ষগুলো পরিদর্শন করেছি। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে,গোয়ালন্দ উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা কম ,আমরা পরিকল্পনা অনুযায়ী যে ব্যবস্থাপনা রেখেছি আশা করি আমরা একটি সুন্দর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।দুই একটি কক্ষে দুই এক জন পরীক্ষার্থী অনুপস্থিত আছে।আমরা সুন্দর ও সুষ্ঠ পরিবেশে পরীক্ষা শেষ করতে পেরেছি।
পরীক্ষায় নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন আছে ,যেহেতু প্রচন্ড গরম সেদিকে চিন্তা করে মেডিক্যাল টিমও পরীক্ষা চলাকালীন পর্যন্ত থাকবে।