রাজবাড়ীতে সড়কে বাস মোটর সাইকেলের মুখোমুখী সংর্ঘষ: মোটর সাইকেল আরোহী আহত।
রাজবাড়ীতে সড়কে বাস মোটর সাইকেলের মুখোমুখী সংর্ঘষ: মোটর সাইকেল আরোহী আহত।
রাজবাড়ীর
গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ সংলগ্ন শ্রীদাম দত্ত পাড়ার
লেকপাড় মসজিদের সামনে মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা
ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় রয়েছেন।
আহত মোটরসাইকেল চালকের নাম আরাফাত ইসলাম (১৭)। তিনি গোয়ালন্দ পৌরসভা ১নম্বর ওয়ার্ডের হাউলি কেউটিল এলাকার সোবাহান প্রামানিকের ছেলে।
হাইওয়ে
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১
টার দিকে গোয়ালন্দগামী একটি মোটরসাইকেল ও রাজবাড়ীগামী একটি লোকাল বাস
যাত্রী নিয়ে যাবার পথিমধ্যে উক্ত স্থানে তাদের মধ্যে মুখামুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক গুরুতর আঘাত প্রাপ্ত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার
করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে
থাকা চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল
কলেজ হাসপাতালে রেফার করে।
এ ঘটনায় আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার
ইনচার্জ মো. শামীম শেখ জানান, দুর্ঘটনা কবলিত বাসটি ঘটনাস্থল থেকে জব্দ করা
হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানায়
রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।