হেলিকপ্টার বিধ্বস্তে রাইসি নিহত: যাদের দায়ী করল রাশিয়া কৃষির ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী ২৬ মে ঘূর্ণিঝড় রেমাল আঘাতের শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ উপকূল বাংলাদেশকে ২ কোটি ২২ লাখ টাকার মানবিক সহায়তা দিচ্ছে ইইউ ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্য উৎপাদনে রোল মডেল বাংলাদেশ মক্কা নগরীর মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) যা বলেছেন তালা আশাশুনি দেবহাটায় উপজেলা চেয়ারম্যান হলেন সনৎ, মোস্তাকিম ও আলফা অবৈধ বিদেশি শ্রমিক ও বেকারত্ব, অর্থনৈতিক সংকট। ইছামতি নদীতে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার! নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সালাহ উদ্দিন খান সেলিম বিজয়ী প্রাণনাশের হুমকিসহ হামলা ও বাড়ির প্রাচীর ভাঙার অভিযোগে শ্রীমঙ্গল প্রেসক্লাবে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নোবিপ্রবি সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জে বিপুল ভোটে বিজয়ী হাবিবুর রহমান হাবিব সরিষাবাড়ীতে সড়ক নির্মাণের কাজ উদ্বোধন করলেন আব্দুর রশিদ এমপি টাঙ্গাইল রক্তযোদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উপজেলা নিবার্চনে কুড়িগ্রামে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো উপজেলা নির্বাচনেও জিততে পারেননি এমপি জাফর আলম প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে গণ-সংবর্ধনা প্রদান আলোক-৩ প্রকল্পের প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যাবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক ক্যাম্পেইন উপলক্ষে বিজ্ঞান মেলা, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আগুনে পুরে ছাই বাংলা বাজারের ১১ দোকান, খতি প্রায় কোটি টাকা

শরীয়তপুর প্রতিনিধি:


আগুনে পুরে ছাই বাংলা বাজারের ১১ ব্যবয়ায়ীর ব্যবসা প্রতিষ্ঠান আংশিক খতি আরো। তবে ব্যবসায়ী দের বক্তব্য অনুযায়ী ৭৮ লাখ টাকার মালামাল বিনস্ট হয়েছে।


শনিবার (১১ নভেম্বর) শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাংলা বাজারে রাত প্রায় ২ টায় দিকে এই ঘটনা ঘটে।


সরজমিন ও স্থানীয় ব্যবসায়ীদের মতে অবৈধ প্রট্রোল থেকে এ আগুন লেগেছে। নিয়মিতই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সবাই বড়ি চলে যায়। কিন্তু রাতে বাজারের পাসে থাকা একটি পেট্রোল এর গোডাউন থেকে পেট্রোল আনা নেয়া করে। তবে গত রাতে প্রায় ২ টার দিকে প্রেট্রোল নেয়ার জন্য নসিমনে ড্রাম তোলা হয়। সেখানে আগুন লাগলে তারা নসিমন টি বজারের পাসে খালে গারি সহ প্রট্রোল এর ৬টি ড্রাম ফেলে দিয়ে পালিয়ে যায়। আর সেখান থেকে আগুন বাজারে লাগে। এতে ১১ টি দোকান পুরে মাটির সাথে মিশে যায়। মসজিদ এর মাইক থেকে আগুনের খবর পেয়ে এলাকা বাসি এসে নিজেরা আগুন নেভানোর চেস্টা করে। এবং নড়িয়া ও ভেদরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পেট্রোল এর ব্যবসায়ী ঘড়িসার এর মোকলেস মোল্লা নামে এক ব্যক্তি বলে জানা গেছে।


খতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন,  সঞ্জয় পাল এর মিস্টির দোকান যার আনুমানিক ২ লাখ টাকার মাল, সে গনী বেপারীর দোকানে ভারা থাকে। অরুন পাল তারও মিস্টির দোকানে প্রায় ২ লাখ টাকার মাল, আনোয়ার শিকদার মুদি দোকানে প্রায় ১৫ লাখ টাকার মাল, মসিউর রহমান শামিম এর ঔষধ এর দোকানের প্রায় ১৫ লাখ টাকার ঔষধ, তিনি সাদেক হাওলাদার এর দোকানে ভাড়া থাকেন, বোরহান মাঝির ঔষধ এর দোকানের  প্রায় ১২ লাখ টাকার ঔষধ,সে ফজল মোল্লা দোকানে ভারা থাকে, বাচ্চু মাল এর কাচা মালের দোকানের প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মাল, জামাল সরদার এর দর্যি দোকানের  মেসিন ও মালামাল প্রায় ২ লাখ টাকা, সে গনি হাওলাদার এর ঘড়ে ভারায় দোকান করে, আবু কালাম মোল্লার ও কাচা মালের দোকানের  প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা, সে গনি হাওলাদার এর দোকানে ভাড়া থাকে, আঃ গনি হাওলাদার এর সার ঔষধ ও কিটনাসক এর ব্যবসায়  তার প্রায় ১২ লাখ টাকা, সে তার নিজের দোকানেই ব্যবসা করে। নুরু প্রধাননীয়ার মুূদি দোকান এর মুদি মালের গোডাউনের প্রায় ১৫ লাখ টাকার মালামাল নস্ট হয়েছে।


এছারাও আংশিক খতি হয়েছে পাসের আরো কয়েকটি দোকান।


ফায়ার সার্ভিস এর দায়িত্বে থাকা লিডার তপন কুমার ঘোষ বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে যাই। আমাদের চালধ ব্রীজ কাজ চলমান তাই কোলকাঠি হয়ে আসতে হয়েছে। তবে আমরা এবং ভেদরগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিস ২ ঘন্টা ২০ মিনিট চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৬৫ লাক টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি। আরো প্রায়  ৩০ লাখ টাকার মালামাল আগুনে পুরে নস্ট হয়ে গেছ। এছাড়াও দোকান ঘর গুলো পুরে গেছে। তবে কি হতে আগুল গেগেছে বুঝতে পারছিনা। দোকানদার ও ব্যবসায়ীদের মতে বাজারের পাসে নসিমনে পেট্রোল নিয়ে যাচ্ছিল। তাতে আগুল লাগে এবং তারা গাড়ি সহ খালে নামিয়ে দেয় এবং সেখান থেকে বাজারে আগুন লাগে।


বাজারটি পরিদর্শন করেছেন শরীয়তপুর ২ এর সংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল শামীম। তিনি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন। 



Tag
আরও খবর