নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

আগুনে পুরে ছাই বাংলা বাজারের ১১ দোকান, খতি প্রায় কোটি টাকা

শরীয়তপুর প্রতিনিধি:


আগুনে পুরে ছাই বাংলা বাজারের ১১ ব্যবয়ায়ীর ব্যবসা প্রতিষ্ঠান আংশিক খতি আরো। তবে ব্যবসায়ী দের বক্তব্য অনুযায়ী ৭৮ লাখ টাকার মালামাল বিনস্ট হয়েছে।


শনিবার (১১ নভেম্বর) শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাংলা বাজারে রাত প্রায় ২ টায় দিকে এই ঘটনা ঘটে।


সরজমিন ও স্থানীয় ব্যবসায়ীদের মতে অবৈধ প্রট্রোল থেকে এ আগুন লেগেছে। নিয়মিতই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সবাই বড়ি চলে যায়। কিন্তু রাতে বাজারের পাসে থাকা একটি পেট্রোল এর গোডাউন থেকে পেট্রোল আনা নেয়া করে। তবে গত রাতে প্রায় ২ টার দিকে প্রেট্রোল নেয়ার জন্য নসিমনে ড্রাম তোলা হয়। সেখানে আগুন লাগলে তারা নসিমন টি বজারের পাসে খালে গারি সহ প্রট্রোল এর ৬টি ড্রাম ফেলে দিয়ে পালিয়ে যায়। আর সেখান থেকে আগুন বাজারে লাগে। এতে ১১ টি দোকান পুরে মাটির সাথে মিশে যায়। মসজিদ এর মাইক থেকে আগুনের খবর পেয়ে এলাকা বাসি এসে নিজেরা আগুন নেভানোর চেস্টা করে। এবং নড়িয়া ও ভেদরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পেট্রোল এর ব্যবসায়ী ঘড়িসার এর মোকলেস মোল্লা নামে এক ব্যক্তি বলে জানা গেছে।


খতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন,  সঞ্জয় পাল এর মিস্টির দোকান যার আনুমানিক ২ লাখ টাকার মাল, সে গনী বেপারীর দোকানে ভারা থাকে। অরুন পাল তারও মিস্টির দোকানে প্রায় ২ লাখ টাকার মাল, আনোয়ার শিকদার মুদি দোকানে প্রায় ১৫ লাখ টাকার মাল, মসিউর রহমান শামিম এর ঔষধ এর দোকানের প্রায় ১৫ লাখ টাকার ঔষধ, তিনি সাদেক হাওলাদার এর দোকানে ভাড়া থাকেন, বোরহান মাঝির ঔষধ এর দোকানের  প্রায় ১২ লাখ টাকার ঔষধ,সে ফজল মোল্লা দোকানে ভারা থাকে, বাচ্চু মাল এর কাচা মালের দোকানের প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মাল, জামাল সরদার এর দর্যি দোকানের  মেসিন ও মালামাল প্রায় ২ লাখ টাকা, সে গনি হাওলাদার এর ঘড়ে ভারায় দোকান করে, আবু কালাম মোল্লার ও কাচা মালের দোকানের  প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা, সে গনি হাওলাদার এর দোকানে ভাড়া থাকে, আঃ গনি হাওলাদার এর সার ঔষধ ও কিটনাসক এর ব্যবসায়  তার প্রায় ১২ লাখ টাকা, সে তার নিজের দোকানেই ব্যবসা করে। নুরু প্রধাননীয়ার মুূদি দোকান এর মুদি মালের গোডাউনের প্রায় ১৫ লাখ টাকার মালামাল নস্ট হয়েছে।


এছারাও আংশিক খতি হয়েছে পাসের আরো কয়েকটি দোকান।


ফায়ার সার্ভিস এর দায়িত্বে থাকা লিডার তপন কুমার ঘোষ বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে যাই। আমাদের চালধ ব্রীজ কাজ চলমান তাই কোলকাঠি হয়ে আসতে হয়েছে। তবে আমরা এবং ভেদরগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিস ২ ঘন্টা ২০ মিনিট চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৬৫ লাক টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি। আরো প্রায়  ৩০ লাখ টাকার মালামাল আগুনে পুরে নস্ট হয়ে গেছ। এছাড়াও দোকান ঘর গুলো পুরে গেছে। তবে কি হতে আগুল গেগেছে বুঝতে পারছিনা। দোকানদার ও ব্যবসায়ীদের মতে বাজারের পাসে নসিমনে পেট্রোল নিয়ে যাচ্ছিল। তাতে আগুল লাগে এবং তারা গাড়ি সহ খালে নামিয়ে দেয় এবং সেখান থেকে বাজারে আগুন লাগে।


বাজারটি পরিদর্শন করেছেন শরীয়তপুর ২ এর সংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল শামীম। তিনি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন। 



Tag
আরও খবর