আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষ্যে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপানুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ সাদিয়া আফরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা মৎস্য কর্মকর্তা লাকী আক্তার, আরডিও এনামুল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, সাংবাদিক হারুন ও টিটুসহ অন্যান্যরা। বক্তারা ঝিনাইগাতী উপজেলার সাক্ষরতা হার বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার উপর গুরুত্ব দেন। আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সুধীজন অংশ নেয়।
১১ ঘন্টা ২৯ মিনিট আগে
১২ ঘন্টা ১১ মিনিট আগে
২১ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে