শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাগলার মুখ এলাকায় অবৈধ ৫টি স’মিল এর যন্ত্রাংশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বন বিভাগ সূত্রে জানা যায়, স’মিল মালিক চাঁন মিয়া, জেবুননেছা, লোকমান হোসেন, আমিনুল ও কামরুজ্জামান মিষ্টার দীর্ঘদিন যাবত লাইসেন্স বিহীন স’মিল স্থাপন করে বন বিভাগের মূল্যবান গজারীসহ বিভিন্ন গাছ চিড়াই করে আসছিল। এছাড়াও বন ও করাতকল স্থাপন আইন লঙ্ঘন করে অবৈধভাবে স’মিল স্থাপন করায় বন ও করাতকল আইনে ওইসব স’মিলের যন্ত্রাংশ জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন, সহকারী বন সংরক্ষক ও ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম, রাংটিয়া ও গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। অবৈধ স’মিলের জব্দকৃত যন্ত্রাংশ বন বিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। জব্দকৃত যন্ত্রাংশের মধ্যে রয়েছে, উপরের চাপ ৫টি, চাবি ৫টি, স্কেল ৪টি, করাত ৩টি। সহকারী বন সংরক্ষক ও ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গত ৫ ফেব্রুয়ারি পাগলারমুখ এলাকায় ৪টি অবৈধ স’মিল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২২ ইং তারিখে আরও নতুন করে ৫টি অবৈধ স’মিল বন্ধ করা হলো। বর্তমানে অবৈধ স’মিল শূণ্য পাগলারমুখ এলাকা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারী আইন যথাযথভাবে পালন ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১১ ঘন্টা ২৫ মিনিট আগে
১২ ঘন্টা ৬ মিনিট আগে
২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে