শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মিষ্টার মিয়াকে। সকল বাঁধা বিপত্তিকে জয় করে উজ্জল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। মিষ্টার ঝিনাইগাতী উপজেলার আহাম্মদনগর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। মিষ্টার উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জোলগাঁও গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র। সে শারীরিক ও বাকপ্রতিবন্ধী। জানা যায়, মিষ্টার এর বাবা জোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মা ২০০২ সালে মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। পরে ২০০৬ সালে বাবা মারা যান। তারা ৪ ভাই ৩ বোন। বড় ভাই ও মেজো ভাই ঢাকায় পোশাক শ্রমিক, আরেক ভাই কৃষিকাজ করেন এবং সে সবার ছোট। সংসারে নানা অভাব-অনটনের পরও পড়ালেখা চালিয়ে যান। জুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি ও ঘাগড়া এফ রহমান উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পাশ করে। পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। এর ধারাবাহিতকতায় এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে মিষ্টার আলী। মিষ্টার আলী জানায়, তার হাঁটতে ও কথা বলতে সমস্যা হয়। তার পরও সে পড়ালেখা চালিয়ে যেতে চায়। কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা তার। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, এবার এসএসসি পরীক্ষায় ঝিনাইগাতীর এক প্রতিবন্ধী পরীক্ষা দিচ্ছে সে অত্যন্ত মেধাবী। তার পরীক্ষা গুরুত্ব সহকারে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইচ্ছায় মানুষের শক্তি হয়ে স্বপ্নে পরিণত হয় বলে তিনি জানান।
১১ ঘন্টা ২৫ মিনিট আগে
১২ ঘন্টা ৬ মিনিট আগে
২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে