“নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মীনা দিবস-২০২২ পালিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবীর সভাপতিত্বে ও শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, এসআই রুবেল আহম্মেদসহ অন্যান্য শিক্ষকগণ। আলোচনা শেষে শিক্ষক ও ক্ষুদে শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
১১ ঘন্টা ২৭ মিনিট আগে
১২ ঘন্টা ৮ মিনিট আগে
২১ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে