‘পর্যটনে নতুন ভাবনা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুুরে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা কালেক্টরেক্ট চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। পরে ওই স্থান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় তিনি বলেন, শেরপুর পর্যটনের জন্য সম্ভাবনাময় একটি জেলা। এ জেলায় পর্যটন শিল্পের বিকাশে যা যা করণীয় সবই করা হবে। ইতোমধ্যে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে ৫ একর জায়গাজুড়ে একটি উন্নতমানের মোটেল নির্মাণের জন্য পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহোদয়, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন। আশা করছি এটি নির্মাণ হলে জেলার পর্যটনে নতুন মাত্রা যোগ হবে। আলোচনা সভায় শেরপুর জেলার পর্যটনের সম্ভাবনা নিয়ে প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জেলা ব্র্যান্ডিং এর সদস্য, উদ্যোক্তা, স্কাউটস, বিএনসিসি ও রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পর্যটন মেলার স্টলের আয়োজন করা হয়েছে। মেলায় ৬টি স্টল বসানো হয়। আলোচনা শেষে অতিথিরা পর্যটন মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
১১ ঘন্টা ২২ মিনিট আগে
১২ ঘন্টা ৪ মিনিট আগে
২১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে