শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিনের সঞ্চালনায় শেখ হাসিনা’র আদর্শ ও কর্মময় জীবন এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, ওসি মনিরুল আলম ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম পলাশ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেমসহ অন্যান্য বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেনসহ উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ। সভায় অংশগ্রহণকারী সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
১১ ঘন্টা ২৭ মিনিট আগে
১২ ঘন্টা ৮ মিনিট আগে
২১ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে