ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন। ৩ অক্টোবর সোমবার আয়নাপুর উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
পরদিন ৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান হাসান। প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল উক্ত ফলাফল ঘোষণা করেন। এদিকে আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে হাসানুজ্জামান হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি হাসানুজ্জামান।
এসময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে অভিভাবক মহলসহ স্থানীয় সর্বস্তরের জনতার সার্বিক সহযোগীতাও প্রত্যাশা করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি। সভাপতি নির্বাচনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সাবেক ছাত্রলীগের সভাপতি ও বর্তমান ঝিনাইগাতী বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য আয়শা সিদ্দিকা রুপালীসহ নব-নির্বাচিত অভিভাবক সদস্য প্রতিনিধি, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী।
১১ ঘন্টা ৩২ মিনিট আগে
১২ ঘন্টা ১৩ মিনিট আগে
২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে