“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) আশরাফ করীব, সহকারী বন সংরক্ষক রাংটিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, সাংবাদিক হারুন অর রশিদ দুদু ও ইউপি সচিব আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভায় উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত জন্ম নিবন্ধনের ফি নেওয়া যাবেনা এবং জনগণকে জন্ম নিবন্ধন বিষয়ে কোন ধরনের হয়রানী করা যাবেনা। এছাড়াও চেয়ারম্যান ও ইউপি সচিবদের এ বিষয়ে নজর রাখার জন্য নির্দেশনা দেন তিনি।
১১ ঘন্টা ৩২ মিনিট আগে
১২ ঘন্টা ১৩ মিনিট আগে
২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে