শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া ফরেষ্ট রেঞ্জের আয়োজনে মানুষ ও বন্যপ্রাণী (হাতি-বাঘ) দ্বন্দ্ব নিরসন ও ক্ষয়ক্ষতি প্রশমন বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও সহকারী বন সংরক্ষক রাংটিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) আশরাফ কবীর, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। বক্তারা রাংটিয়া রেঞ্জের গারো পাহাড়ে হাতী-বাঘ আতঙ্ক নিরসনে সচেতনতামূলক বক্তব্য রাখেন। উল্লেখ্য, এলাকাবাসী জানায়, ইতিমধ্যেই দু-একটি বাচ্চা বাঘ গারো পাহাড়ে এসে বসবাসকারী মানুষের বেশ কয়েকটি ছাগলকে কামরিয়ে আহত করেছে। এ কারণে এ সচেতনতামূলক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। আলোচনা সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা সাংবাদিক, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ওই সভায় সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) আশরাফ কবীরকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
১১ ঘন্টা ২৭ মিনিট আগে
১২ ঘন্টা ৮ মিনিট আগে
২১ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে