শেরপুরের ঝিনাইগাতীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতারা। ২৩ আগস্ট মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা সদর বাজার এলাকায় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। বিএনপির কেন্দ্র ঘোষিত ২২ আগস্ট থেকে সারা দেশে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঝিনাইগাতী উপজেলা শাখা। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও যুবদল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঝিনাইগাতী উপজেলা বিএনপি। বিক্ষোভ মিছিলে ঝিনাইগাতী উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতারা নিরপেক্ষ নির্বাচন, জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সব পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান দেন। বিক্ষোভ শেষে ঝিনাইগাতী ধানহাটি মোড়ে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলী, যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুকন, আকরামুজ্জামান রাহাত, জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান আকন্দ, রেজাউল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাসহ অন্যান্য নেতাকর্মীগণ। এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
১১ ঘন্টা ২২ মিনিট আগে
১২ ঘন্টা ৪ মিনিট আগে
২১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে