দ্বীন ইসলাম রক্ষায় ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে
-শায়খুল হাদীস তৈয়্যিবুর রহমান চৌধুরী দা.বা.
দারুল হিকমাহ সুনামগঞ্জের নির্বাহী , প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শায়খুল হাদীস তেয়্যিবুর রহমান চৌধুরী বলেন, কওমী মাদরাসা আদর্শ নাগরিক তৈরি করে, শান্তির পতাকাবাহী আলেম উলামা গড়ে তোলে। যারা কওমী মাদরাসাকে এখনো জঙ্গিবাদের আখড়া বলে দাবি করেন তারা বোকার স্বর্গে বাস করেন। বস্তুত কওমী মাদরাসা সমূহ হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদের নির্মূল কেন্দ্র। তিনি যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রদের সর্বজনীন ইসলামিক শিক্ষায় পারদর্শি হওয়ার আহবান জানিয়ে বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায়ও মাদরাসা ছাত্রদের এগিয়ে আসতে হবে।
ঐতিহ্যবাহী হযরত আবু বকর সিদ্দিক রাযিঃ হাফিজিয়া নৃরানী মাদ্রাসার ‘আল হান্নান ছাত্র সংসদ’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাদ্রাসা মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে তিনি নব মনোনিত ছাত্রসংসদ কর্মীদের শপথ বাক্য পাঠ করান। শায়খুল হাদীস আল্লামা আব্দুল হান্নান শায়খে পাগলা রাহিঃ র সু যৌগ্য সন্তান জামেয়া পাগলার মুহতামিম মুফতি মুনাজির আহমদ ও মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আবু সাইদ। মাওলানা আহমদ উসমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কামরুপদলং মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল হাই সাহেব,পাগলা পশ্চিম পাড়া এমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুল হক সাহেব শিক্ষা সচিব মাওলানা জুনায়েদ সিদ্দিক সাহেব,
মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা লুকমান আহমদ সাহেব, হাফিজ জিয়াউল হক সাহেব, মাওলানা মাহমুদ বিন মান উল্লাহ সাহেব, মাওলানা এনামুল হক সাহেব, মাষ্টার তাহমিদ হাসান সাহেব,অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মাদরাসা ক্যাম্পাস সুসজ্জিত করা হয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক ও অংশ নেন।
নবমনোনীত আল হান্নান ছাত্র সংসদের দায়িত্বশীলরা হচ্ছেন- সভাপতি মাওলানা আহমদ উসমান , সহ সভাপতি মাষ্টার তাহমিদ হাসান।সম্পাদনা পরিষদের দায়িত্বশীলরা হচ্ছেন-হাফিজ আম্মার আহমদ সাধারণ সম্পাদক হাফিজ মাহবুবুর রহমান যুগ্ন সম্পাদক
হাফিজ খাদিমুল ইসলাম সহ সম্পাদক, আদনান আহমদ অর্থ সম্পাদক,হাফিজ আবু হুরায়রা সহ অর্থ সম্পাদক
আবু জাফর শামসুদ্দিন কে ছাত্র কল্যান সম্পাদক করে
কমিটি ঘোষণা করা হয়।
৩ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ১৯ মিনিট আগে
২১ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে
২৬ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে
২৬ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৭ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪০ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে