মোঃ সালমান ফারসী।
ত্রিশাল, ময়মনসিংহ।
স্টাফ রিপোর্টারঃ-
পল্লী গাঁয়ের চিত্র নিয়ে লিখার বড়ো আশা,
তুলে ধরে এই কবিতায় সহজ বাংলা ভাষা।
ভেসে উঠুক এই কবিতায় গাঁয়ের সবুজ মাঠ,
খোকা-খুকির সন্ধ্যা বেলার মিষ্টি সুরের পাঠ।
ভাসুক আরো সোনার ফসল জলে ভরা নদী,
রাখালিয়ার সেই বাঁশি টা ফিরে পেতাম যদি!
এই কবিতায় ভেসে উঠুক সাজানো এক গ্রাম,
থাক না লিখা বয়ে চলা ছোট্ট নদীর নাম।
থাকুক আরো এই কবিতায় পল্লী গাঁয়ের হাট,
খুচরা টাকায় পার হতো লোক যে সব খেয়ার ঘাট।
আরো থাকুক এই কবিতায় গাঁয়ের নানান খেলা,
নীড়ে ফেরা পাখি গুলো রোজই সাঁঝের বেলা।
ভাসুক আরো এই কবিতায় সকাল বেলার রবি,
সন্ধ্যা বেলায় সূর্য ডুবার ভেসে উঠুক ছবি।
এই কবিতা পড়ে লোকে যাক হারিয়ে গ্রামে,
মনের সুখে করুক দোয়া এই অধমের নামে।
ইমরানুল হাসান
স্টাফ রিপোর্টার।
৭ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
২১ দিন ১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
২৫ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৮ দিন ১৪ মিনিট আগে
৩০ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
৩০ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩০ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৪ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে