শীতের আগমনী বার্তা মনোমুগ্ধকর পরিবেশ তৈরী তাহিরপুরের লাল শাপলার বিকি বিল
তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল, নাকি তোমার মন’ সুবীর নন্দী ও অনুপমা মুক্তির কণ্ঠে গাওয়া এই গানই যেন চিত্রায়িত হয়েছে সিলেটের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা অবস্তিত্ব বিকিবিল নামক হাওরে। শীতের আগমনী বার্তা মনোমুগ্ধকর পরিবেশ তৈরী করেছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা বড়দল উত্তর ইউনিয়ন খাশতাল গ্রামের পাশেই বিকিবিল এই হাওরে। পুরো হাওর জুড়ে এখন লাল শাপলার সমারোহ।
পর্যটনে সমৃদ্ধ লাল শাপলার হওর নয়, রয়েছে বাংলাদেশের কাশ্মীর নামক নীলাদ্রি লেক বারিক্কার টিলা এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান টাংগুয়ার হাওর জাদুকাটা নদী পর্যটনকেন্দ্র
তবে শীতের আগমনী বার্তা এলেই লাল শাপলার বিলে ভিড় বাড়ে পর্যটকদের। এই বিলে শাপলার সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসেন পর্যটকরা।
৪ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
১৮ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
২১ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে
২৪ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
২৬ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
২৬ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৭ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪০ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে