ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু ঈদের চারদিন পার হলেও দৌলতদিয়া ঘাট শহর মুখী মানুষের ভীর। আক্কেলপুর আওয়ামীলীগ নেতা মেয়র শহীদুল আলমের ভাইয়ের পা রগ কাটল দুর্বৃত্তরা আশাশুনির বিছট খোলপেটুয়া নদী ভাঙ্গনের রিং বাঁধ ৫ দিন পর অবশেষে সম্পন্ন । দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা ফারুক মাষ্টার গ্রেফতার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আকাঙ্ক্ষা মোদির ওমেন্স এচিভার্স অ্যাওয়ার্ড পেলেন নীলুফা আলম পপি গোদাগাড়ী মডেল থানায় পুলিশের ব্যতিক্রমী ঈদ পালন লোহাগাড়ার সুখছড়িতে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু। ইসলামপুরে আধিপত্য বিস্তারে দফায় দফায় সংঘর্ষ : বিএনপির ১০ নেতা-কর্মী আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশী টহল অবহেলার পাত্র নাকি সভ্যতার স্থপতি? আদমদীঘিতে বাসযাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেয়ায় কাউন্টারকে জরিমানা আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে তিন দই-মিষ্টির দোকানে জরিমানা শার্শায় জামাল হত্যার মামলায় আরও এক আসামি আটক লালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অন্যের জমি নিয়ে ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ লালপুরে মসজিদের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়।। সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে 'পশ্চিম সোনার পাড়া সমাজকল্যাণ পরিষদ' এর বহুমুখী উদ্যোগ। বড়লেখায় মৃত মোরগ বিক্রির প্রতিবাদ করায় প্রবাসীকে হেনস্তা,ব্যবসায়ি সমিতির সদস্য বরখাস্ত : তদন্ত কমিটি গঠন

"কবি কামাল আহমদ'র জীবন ও সাহিত্যকর্ম" এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন


সৃষ্টিশীল কর্মই ইতিহাস 

------ দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী 


সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, সৃষ্টিশীল কর্মই ইতিহাস। 


তিনি গতকাল বুধবার সন্ধা  ৬.৩০ ঘটিকার সময় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদ আয়োজিত ছড়াকার ও প্রাবন্ধিক আবদুল কাদির জীবন সম্পাদিত "কবি কামাল আহমদ'র জীবন ও সাহিত্যকর্ম" গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।


সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ইংরেজি ম্যাগাজিম "দ্য আর্থ অব অটোগ্রাফ" সম্পাদক আবদুল কাদির জীবনের সভাপতিত্বে ও পোয়েটস পিডিয়া রাইটার্স ক্লাবের পরিচালক, তরুণ সংগঠক রিপন মিয়ার উপস্থাপনায় "কবি কামাল আহমদ'র জীবন ও সাহিত্যকর্ম" গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট ছড়া পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ছড়াকার ও প্রাবন্ধিক জয়নাল আবেদীন জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত। প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মুখ্যপত্র "ত্রৈমাসিক আল-ইসলার" সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, বিশিষ্ট সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, সাহিত্য সংগঠন সাইক্লোনের সাবেক সভাপতি, বিশিষ্ট ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি ও নাট্যকার ছয়ফুল আলম পারুল, বিশিষ্ট সাংবাদিক ও লেখক ঋষিকেষ রায় শংকর  ঔপন্যাসিক সিরাজুল হক, কবি ও সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবীব, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশিদ।


এছাড়া বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, সমাজকর্মী মোসাদ্দিকুন নবী, ছড়াকার কবির আশরাফ, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শমসাদ,কবি ও শিক্ষক এড. আব্দুল মালিক, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, সাংবাদিক ঈশা তালুকদার, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, কবি নূর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি মকসুদ আহমদ লাল, শিল্পী বাহা উদ্দিন বাহার, সার্জন টিভির পরিচালক জুবের আহমদ সার্জন, সোহেল আহম প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি কামাল আহমদের সহধর্মিণী সাহিত্যকর্মী জোবায়দা বেগম আঁখি।


অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন। 

মুখ্য আলোচকের বক্তব্যে ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল বলেন, কামাল সংগ্রামী মানুষের প্রতীক। 


অনুষ্ঠান শেষে কবি কামাল আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ। পাশাপাশি সংগঠনের পক্ষ কবি কামাল আহমদকে সম্মানীও প্রধান করা হয়।

আরও খবর


দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্য।

১৮ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে


ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

২০ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে




দোয়ারাবাজারে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

২৩ দিন ১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে