টাঙ্গাইলের মধুপুরে মানব কস্কালসহ ওমর ফারুক ওরফে ওমেশ (৪০)নামের এক কঙ্কাল চোর আটক করা হয়েছে। সোমবার ভোর পৌনে পাঁচটার সময় আউশনারা ইউনিয়নের মোটেরবাজার থেকে পাহাড়াদার বয়েজ উদ্দিন ও শাহজাহান তাকে আটক করে।
ওমর ফারুক ওরফে ওমেশ উপজেলার গোবুদিয়া গ্রামের সোবহান উদ্দিনের ছেলে। তার অপর সহযোগী সাইফুল ইসলামের ছেলে জলিল উদ্দিন ওরফে নাপিত (৪০) পালিয়ে যায়।
এঘটনার খবর পেয়ে মধুপুর থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার সাব ইন্সপেক্টর ফখরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে।