মধুপুরে ৩ দিন ব্যাপী লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে উপজেলা পরিষদ এ প্রশিক্ষণের আয়োজন করে।
৩ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন সভাপতিত্বে প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, অতিরিক্ত কৃষি অফিসার শাকুরা শাম্মী, জাইকা প্রতিনিধি হাফিজুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার ৪০ জন লেবু জাতীয় ফসল চাষী অংশ গ্রহণ করে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।