ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় সহযোগিতা, জাপা নেতার বিরুদ্ধে মামলা! নোয়াখালীত আনিত মিথ্যা অভিযোগে সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সভা ঝিনাইগাতীতে দম্পতিদের জন্য জেন্ডার ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এলাকায় বিষবাষ্প নাকি পূর্ব শত্রুতায় ঘরে আগুন ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি- শিক্ষার্থীদের বিক্ষোভ ক্ষেতলালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা ও ষাঁড় গরু বিতরণ তদন্ত কমিটির বিচার কার্যকাল বিলম্ব হওয়ায় বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কুবির মিডিয়া ল্যাবে সরঞ্জাম নেই, তবু পরিশোধ পুরো বিল ঈশ্বরগঞ্জে পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি কুলিয়ারচর সরকারি কলেজে নতুন অধ্যক্ষ মোঃ রেহাছ উদ্দিন বানিয়াচংয়ে বোরো ধান কর্তন উৎসব মোংলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে বিএনপি নেতার মৃত্যু পীরগাছা গরু-ছাগলের হাট এখন সুখানপুকুর হেলিপ্যাডে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণ, প্রকৌশলীর বিরেুদ্ধে ঝাড়ু মিছিল দিয়ে এলাকাবাসী সেনবাগ নবীপুরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনে দস্যু আতঙ্ক, কোস্ট গার্ডের অভিযানে বনজীবিদের স্বস্তি

মধুপুরে প্রধান শিক্ষক নিয়োগ কেন্দ্রে করে মারপিট শিক্ষার্থীদের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাংগাইর আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিবদমান দুটি গ্রæপের বিরোধের জেরে সভাপতির লোকজন শিক্ষকদেরকে মারপিট করার অভিযোগ উঠেছে। প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছে। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা মহাসড়কে ব্যারিকেড বসায়। এতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে দূরপাল্লাসহ স্থানীয় যানবাহনের যাত্রীরা। এঘটনায় দুই পক্ষের অনÍত দশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও মধুপুর থানার অফিসার ইনর্চাজসহ পুলিশ ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও সড়ক অবরোধ উঠিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেন। আহতদের মধ্যে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ শিক্ষক ও  সভাপতি পক্ষের একজন চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের সভাপতি পদত্যাগ করেছেন বলে মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান আলী সাংবাদিকদের জানান, বিগত ৪ মার্চ আব্দুল হামিদ বাচ্চু প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেয়ার পর ওই পদে নিয়োগকে কেন্দ্র করে পরিচালনা কমিটিতে জমিদাতা সদস্য এবং শিক্ষকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ উঠে বর্তমান সভাপতি ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  এবং সাবেক ইউপি চেয়ারম্যান কোরবান আলী বিএসসি তার পছন্দের জনৈক প্রার্থীর কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়ে নিয়োগের চেষ্টা করছেন। এ নিয়ে শিক্ষকগণ ঐক্যবদ্ধ হয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত দেন। এ খবরে বৃহস্পতিবার দুপুরের দিকে সভাপতি কোরবান বিএসসি জমিদাতা সদস্য ও ভাতিজা মমিনুল ইসলাম মুকুলসহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খলিল, জিয়াউল হক রুবেল, ইকবালসহ ২০/২৫ জনের একটি দল নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে অভিযোগের বিষয়ে শিক্ষকদেও সাথে কথা কাটাকাটি শুরু করেন। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে ইংরেজি শিক্ষ আব্দুর রাজ্জাক, কম্পিউটার শিক্ষক আলহাজ আতিকুর রহমান, গণিত শিক্ষক বুলবুল আহমেদ ও আনোয়ার  হোসেন, আবুল কালাম আজাদ, বিল্লালকে পেটাতে শুরু করেন।

এদিকে শিক্ষক পিটিানোর খবর শুনে পরীক্ষার কক্ষ থেকে শিক্ষার্থীরা বের হয়ে হামলাকারীদের ধাওয়া দিলে পালানোর সময় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন। অন্যরা পালিয়ে গেলেও সভাপতি কোরবান বিএসসি ছাত্রদের কাছে আটকা পড়েন। তাকে বিকেল পর্যন্ত আটকিয়ে রাখা হয়। তবে সভাপতি কোরবান বিএসসি বিদ্যালয়ের এ অবস্থা থেকে বের হয়ে যাওয়া সভাপতি হিসেবে সঠিক হবে না বলে মন্তব্য করেন।

 মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, ওসি মোল্লা আজিজুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশীদ খবর পেয়ে ঘটনাস্থলে যান। তাদের উপস্থিতিতে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষুব্দে ফেটে পড়েন। দফায় দফায় মিছিল করে সভাপতির পদত্যাগ দাবি করেন। পরে রাস্তায় ব্যারিকেড বাসান। তাদের দাবির প্রেক্ষিতে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যস্থতায় কোরবান বিএসসি বিক্ষোভের মুখে সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। সন্ধ্যার আগে বিক্ষাভকারীরা অবশেষে অবরোধ তুলে নেন।

মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে সভাপতি পদত্যাগে বাধ্য হয়েছে। ৪ শিক্ষক হাসপাতালে ভর্তি। বিদ্যালয়ে চলমান বার্ষিক পরীক্ষার বৃহস্পতিবারের বিকেলের পরীক্ষা বাতিল হয়েছে। এখন সব পক্ষ নিয়ে বসার প্রক্রিয়া হচ্ছে। পরবর্তীতে আইনী প্রক্রিয়া নেয়া হবে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন জানান, শিক্ষার্থী ও বিক্ষুব্দদের দাবির প্রেক্ষিতে সভাপতি সেচ্ছ¡ায় পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর বিক্ষুব্দরা  রাস্তার অবরোধ তুলে নেয়। এখন আক্রান্তরা আইনী পদক্ষেপ নিতে পারেন। সেটা তাদের ব্যাপার।


Tag
আরও খবর







মধুপুরে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

১১ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে