বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা! সোনাইমুড়িতে বৃদ্ধাকে হত্যা আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন?

বিজয় দিবসের শোভা যাত্রায় উজ্জীবিত ঘাটাইল বিএনপি

বিজয় মিছিল

১৭ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন মহান বিজয় দিবসে বড় ধরনের শান্তিপূর্ণ শোডাউন করলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি। এর মধ্য দিয়ে আবারো প্রমাণ হলো বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে ঘাটাইল উপজেলা বিএনপি সরকারের বিভিন্ন দমন পিড়নের পরও নতুন করে আবার উজ্জীবিত হয়েছে নতুন শক্তি নিয়ে। 

১৬ ডিসেম্বর শনিবার সকাল থেকেই বিএনপি এবং এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঘাটাইল পৌরর আমতলা নামক স্থানে একত্রিত হতে থাকেন। মুহূর্তেই এলাকাটি শত শত মানুষের পদভারে প্রকম্পিত হয়ে উঠে। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঘাটাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে বিজয় দিবসের শ্রদ্ধা জানায়।

ঘাটাইল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতাকর্মীরা দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার নিশ্চিত করার দীপ্ত শপথ নেয়। শপথ বাক্য পাঠ করান পৌর বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম।

দলীয় সূত্রে জানা যায়, ঘাটাইল বিএনপির সাংগঠনিক দায়িত্ব পাওয়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। প্রয়োজনে নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালী মিলিত হয়ে নানান দিক নির্দেশনা প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় ঘাটাইলে আজকে এই বিজয় শোভাযাত্রা।

ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল বলেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা,গ্রেপ্তার, বসতবাড়িতে তল্লাশিমূলক হয়রানি অব্যাহত রয়েছে। এর মধ্যেও অকুতোভয় নেতাকর্মীরা ও শত শত সাধারণ জনগণ ঘাটাইলের রাজপথে বেরিয়ে এসেছেন। বাংলাদেশে অবশ্যই গনতন্ত্রের জয় হবে এবং জনগণ ভোটাধিকার ফেরত পাবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন জানান, প্রতি বছরের মতো এবারও বিজয় দিবসে শোভাযাত্রা করলো ঘাটাইল বিএনপি। ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার শপথে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ওবায়দুলহক নাসির বলেন, স্বৈরাচারী সরকার পতনে সম্পূর্ণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তফসিল বাতিল ও জোর করে ক্ষমতা দখলে রাখা সরকারের বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে। শুধু দলীয় নেতাকর্মীরাই নন, দেশের সাধারণ মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার এই আন্দোলনে আমাদের সাথে রয়েছেন। এ সময় তিনি বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ ও সাধুবাদ জানান।

বিজয় শোভাযাত্রায় ঘাটাইল উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর