পাকিস্তানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মুক্তিকামী বাঙালির আন্দোলন কঠোরহস্তে দমনের জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে যে নারকীয় হত্যাযজ্ঞের সূচনা করেছিল পাকিস্তান বাহিনী ভয়াবহ সেই নূশংসতায় শহীদের স্মরণে পালিত হচ্ছে গণহত্যা দিবস। ২৫ মার্চ সোমবার ইফতারের পরেই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় স্মৃতি সৌধে ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় নিহতদের স্মরণে বাংলাদেশের মানচিত্রের চার পাশে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি বজলুল রশিদ খান চুন্নু, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক আকবর হোসেন, প্রভাষক লিয়াকত হোসেন জনী, প্রভাষক নাজিবুল বাশার, শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনবৃন্দ।
২ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে