মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে পিক-আপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা নিহত ও ৬ বছরের ছেলে গুরুতর আহত হয়েছে । মঙ্গলবার বিকেলে উপজেলার পৌরসভা এলাকার কাইতকাই গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে । স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কাইতকাই গ্রামের মুদি ব্যবসায়ী শাহজাহানের স্ত্রী ছাহেরা(৩৫) ও ছেলে সোয়াইব (৬) কে নিয়ে ছাহেরা তার বাবার বাড়ি ধনবাড়ী হতে স্বামীর বাড়ী কাইতকাই আসার পথে কাইতকাই সামাজিক বনায়ন নার্সারির নিকট আসলে বিপরিত দিক থেকে আসা একটি পিক-আপের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এসময় দুজনই গুরুতর আহত হন। তাদেরকে স্হানীয়রা উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালে নেয়ার পথে আহত ছাহেরা মারা যান বলে তার পারিবারিক সুত্রে জানা যায়। পুলিশ পিক-আপটি আটক করে থানায় নিয়ে যায়।