৮ মে’র আসন্ন উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত করতে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থী উপজেলা আ;লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবুর পক্ষে দোয়াত কলম প্রতীকের পক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। দোয়াত কলম প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মধুপুর মধুপুর পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ এ সংবাদ সম্মেলন করেন।
শুক্রবার বিকেলে প্রার্থী ছরোয়ার আলম খান আবুর মধুপুর থানা মোড়ের নিজ বাসাস্থ নির্বাচন পরিচালনা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আগামী ৮মে মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে মধুপুরের বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং বর্তমানে দোয়াত কলম প্রতীকের প্রার্থী সরোয়ার আলম খান আবু'র নির্বাচন পরিচালনা করতে যেয়ে মধুপুরের বর্তমান সাংসদ সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও তার সমর্থকদের দ্বারা বাধা প্রাপ্ত হওয়ার প্রতিবাদে ৩ মে মধুপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মাসুদ পারভেজ অভিযোগ করেন, নির্বাচনে স্থানীয় এমপি ও আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক নিরপেক্ষ না থেকে একজন বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করছেন। মোবাইলে কনফারেন্স কলে স্থানীয় নেতা ও ভোটাদের নির্দেশ দিয়ে তার পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিতে চাপ প্রয়োগ করছেন। মাসুদ পারভেজ আরও অভিযোগ করেছেন দোয়াত কলম প্রতীকের পক্ষে কর্মী ভোটারদের ভয়ভীতি নারীদের নাজেহাল করা হচ্ছে। নানা ধরনের অঘটন ঘটিয়ে তাদের উপর চাপানোর চেষ্টা চলছে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ভোট সুষ্ঠু করতে (আজ) শনিবার সব ধরনের আইন মান্য করে আয়োজিত কর্মী সভা বানচালের চেষ্টা চলছে। ড. আ: রাজ্জাকের নির্দেশে এই সব চলছে। এ সকল বিষয়গুলো নিয়ে উপজেলা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বললে তাদের নিকট থেকেও নিরপেক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। এ বিষয়ে রির্টানিং অফিসার ও সিনিয়র নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, কোন ধরনের প্রভাবে তারা কাজ করছে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগের পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে স্থানীয় সংসদ সদস্য সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক নির্বাচনে প্রভাব ফেলছেন এমন অভিযোগ সম্পর্কে জানতে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের নির্দেশে শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক মাঠে দোয়াত কলমের কর্মী সভার স্থান পরিবর্তন হয়েছে। পরবর্তীত স্থান পৌর এলাকার শেওড়াতলা দীঘির পাড়ে আজ শনিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত সভায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলোকদিয়ার বাসিন্দা আবুল হাসান চৌধুরী কায়ছার উপস্থিত থাকার কথা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন জানান, নির্বাচন সংক্রান্ত কর্মকান্ড নির্বিঘেœ চালাতে প্রশাসন এরিয়ার বাইরে কর্মী সভা করার অনুমতি দেয়া হয়েছে।
২ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে