টাঙ্গাইলের মধুপুরে বীর মু্িক্তযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ৩০ অক্টোবর, রবিবার সকালে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে সনদপত্র ও কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, সহকারি কমিশনার (ভূমি ) জাকির হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী প্রমুখ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সনদপত্র ও স্মার্ট কার্ড তোলে দেন অতিথিবৃন্দ। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণির পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।