নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

মধুপুরে টাইলস কোম্পানীর কৃষি জমির মাটি লুট ভ্রাম্যমাণ আদালতে জড়িত ৪ জনের কারাদন্ড

ছবির ক্যাপশন-মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে আটককৃত ট্রাক ও কারাদন্ড প্রাপ্তরা।

টাঙ্গাইলের মধুপুরে কৃষি জমি নষ্ট করে টাইলস কোম্পানিতে মাটি বিক্রি করায় এক মাটি ব্যবসায়ী, দুই ট্রাকের ড্রাইভার ও এক ভেকু চালককে ভ্রাম্যমান আদালতে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। ৫ নভেম্বর দিন ব্যাপী কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামের বালাইদ বাইদে কৃষি জমি খনন করে ভেকু দিয়ে মাটি কাটার সময় অভিযান চালিয়ে মাটি ভর্তিসহ দুটি ট্রাক , ভেকুর দু’টি ব্যাটারী জব্দ করা হয় এ সময় মাটি ব্যবসায়ী ও তিন ড্রাইভারকে আটক করে তাদেরকে উপজেলা পরিষদে এনে এ কারাদন্ড দেওয়া হয়েছে।

মাটি ব্যবসায়ী মধুপুর উপজেলার বিপ্রবাড়ী গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে মো. আলামিন (২৫) কে ৬ মাস, বেকুর ড্রাইভার ঘাটাইল উপজেলার চাঁনতারা গ্রামের খেজমত আলীর ছেলে মো. আহাম্মদ আলী (২৬) কে ১ মাস, ট্রাকের ডাইভার ঘাটাইল উপজেলার উত্তর লক্ষীন্দর গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে মো. রুবেল (২৯) কে ১৫ দিন, মধুপুর উপজেলার গাছাবাড়ী গ্রামের সরুজ আলী ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৩) কে ১৫ দিন করে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় অপরাধে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমীন ভ্রাম্যমান আদাtলতে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।  গতকাল শনিবার সন্ধ্যায় এ কারাদন্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন জানান, গত ২১ অক্টোবর একই স্থান হতে কৃষি জমি নষ্ট করে মাটি কাটার কারণে দুটি ট্রাক মাটিসহ আটক করে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। কয়েকদিন যেতে না যেতেই একই চক্রের মাটি ব্যবসায়ীরা আবার বেকু দিয়ে মাটি কেটে টাইলস কোম্পানিতে বিক্রি শুরু করে। ৫ নভেম্বর  সারাদিন  গোপন সংবাদের ভিত্তিকে অভিযান চালিয়ে দুটি ট্রাক ,বেকুর ব্যাটারী ও মাটি ব্যবসায়ীসহ তিন ড্রাইভারকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪জনকে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মধুুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমীন জানান, কুড়াগাছা ইউনিয়নের এ বাইদ থেকে দীর্ঘদিন ধরে মাটি ব্যবসায়ীরা কৃষি জমি নষ্ট করে টাইলস কোম্পানিতে মাটি বিক্রি করে আসছে। বারবার তাদের মাটিসহ ট্রাক, বেকু আটক করে জরিমানা করা হয়েছে। কৃষি জমি নষ্টের ব্যাপারে সর্তক করলেও তারা গুরুত্ব দেয়নি। আজ শনিবার পিরোজপুরের বলাইদ বাইদ থেকে বেকু দিয়ে কৃষি জমি নষ্ট করে মাটি উত্তোলন করে ট্রাক ভর্তির সময় এক মাটি ব্যবসায়ী ৩ ড্রাইভার ও মাটি ভর্তি দু’টি ট্রাক আটক করা হয়। পরে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়ের পিরোজপুর গ্রামের বালাইদ বাইদের কৃষি জমির মাটি টাইলস কোম্পানিতে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মাটি খেকোদের থাবায় নিশ্চিহ্ন হচ্ছে ধানের জমি। নিঃশ^ হচ্ছে এলাকার কৃষক। কৃষকদের ফাঁদের ফেলে অর্থের প্রলোভন দেখিয়ে কেড়ে নিচ্ছে বিঘায় বিঘায় বাইদ নিচু এলাকার জমি। অনেককে আবার বিপদে ফেলেও কেড়ে নিচ্ছে জমির মাটি। অতিরিক্ত মাটি লোডের কারণে এলাকার রাস্তা ঘাট ক্ষতবিক্ষত হচ্ছে। রাস্তা ঘাটে চলাচল করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে স্থানীয়দের।


Tag
আরও খবর