টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের আদিবাসী নেতা ইউজিন নকরেকসহ অন্যান্যদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে নৃতাত্ত্বিক জনগোষ্ঠির সদস্যরা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গারোদের অধিকার আদায়ের ৭টি সংগঠন যৌথভাবে এই কর্মসুচি পালন করে।
সংগঠনগুলো হলো সার্বিক মানব উন্নয়ন সংগঠন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, আচিক মিচিক সোসাইটি, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশেন, কোচ আদিবাসী সংগঠন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন ও গারো স্টুডেন্ট ফেডারেশন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সার্বিক মানব উন্নয়ন সংগঠনের সহসভাপতি মফিজ উদ্দিন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের উপদেষ্টা অজয় এ মৃ, গারো নেতা গৌরাঙ্গ বর্মন, প্রবীণ চিসিম প্রমূখ।
এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন আদিবাসী নেতাদের দাবির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস প্রদান করে বক্তব্য দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন আদিবাসী নেতারা।
আদিবাসী নেতা প্রবীণ চিসিম জানান, কারিতাস নিয়ন্ত্রিত স্বেচ্ছাসেবি সংগঠন হলো ‘সার্বিক মানব উন্নয়ন সংগঠন’। এই সংগঠনের মালিকানা ও সংগঠনের নিজস্ব জমির গাছ বিক্রি ঘিরে সৃষ্ট দ্বন্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে সার্বিক মানব উন্নয়ন সংগঠনের সাবেক কর্মচারি মুখলেসুর রহমান খোকনের দায়ের করা মামলায় গত ৫ সেপ্টেম্বর হাজিরা দিতে গেলে আদিবাসী নেতা ইউজিন নকরেককে আদালত তাকে কারাগারে পাঠায়।