টাঙ্গাইলের মধুপুর উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ অঞ্চলিক মহাসড়কের টেলকী বাজার এলাকায় একটি যাত্রীবাহী প্রান্তিক সুপার বাস দ্রুতগতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে উল্টে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে টেলকী বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বাসের যাত্রী মোঃ ইলিয়াস রহমান (৪৫) বলেন, আমি ময়মনসিংহ যাওয়ার জন্য মধুপুর থেকে উঠেছি। বাসটি দ্রুতগতি থাকায় সামনে দিকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। হেলপার রতন দুটি পা বিচ্ছিন্ন ও সাত বছরের এক শিশুর হাত-পা বিচ্ছিন্ন হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় আলমাছ আলী জানান, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী প্রান্তিক সুপার বাস (বগুড়া জ- ১১-০০২৩) দ্রুতগতিতে ময়মনসিংহ দিকে যাচ্ছিলো। পথিমধ্যে আড়াইটার দিকে টেলকী বাজারের আগে মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় কমবেশি বাসের প্রায় ৩০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে বাসের হেলপার ও শিশু সহ ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বেশ কয়েজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৫ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে