টাঙ্গাইলের মধুপুরে ৩ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মধুপুর উপজেলার উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ শাখার মাঠে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের আহবায়ক আল আমিন, সদস্য সচিব আবু আহমেদ শের শাহ্ প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন মেলার আহবায়ক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এস এম শহীদ।মেলায় বিভিন্ন পুস্তক প্রকাশক, স্কুল, কলেজ ও সংগঠনের মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে।
এসময় গ্রন্থমেলাস্থলে কবি , লেখক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনের পদচারণায় মুখরিত হয়ে উঠে। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
৫ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে