নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল):
মধুপুরে গারো নারীদের প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বিকেলে উপজেলার শালবন অধ্যূষিত গারো পল্লীর গায়রা গ্রামে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। স্থানীয় সালামি খাং যুব সংঘ এ খেলার আয়োজন করে। গায়রা মিশনারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মধ্য বয়সী গারো নারী ও যুবতী গারো কিশোরী দল অংশগ্রহণ করে। খেলায় কিশোরী দল মধ্য বয়সী গারো নারী দলকে এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে। এ খেলা দেখতে স্থানীয় শিশু-কিশোরসহ নানা বয়সী দর্শক মাঠে চারদিকে কানায় কানায় ভরে যায়। খেলার আয়োজক সত্যজিৎ নকরেক জানান, কাতার বিশ্বকাপকে ঘিরে গায়রা গ্রামের সালামি খাং যুব সংঘ স্থানীয় ফুটবল প্রেমীদের আনন্দ দিতে এ ব্যতিক্রমি দল ও বয়সী খেলোয়াদের নিয়ে এ খেলার আয়োজন করে।