নাজিবুল বাশার, মধুপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকাল নয় টায় শহীদ স্মৃতি সৌধে র্যালি নিয়ে মধুপুর উপজেলা প্রশাসন,মধুপুর থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, মধুপুর সরকারি কলেজ,রানী ভবানী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়,শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ ইসলামীয়া মাদরাসাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদীসহ অন্যান্য অতিথিবৃন্দ। অতিথিরা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি-বেসরকারি, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২২ ঘন্টা ৫০ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬ দিন ৫৬ মিনিট আগে
৭ দিন ৪২ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে