নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৭ টায় স্থানীয় শহীদ স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, মধুপুর পৌরসভা,মধুপুর প্রেসক্লাব, মধুপুর সরকারি কলেজ, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, মধুপুর জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ৮টার সময় মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। শুরুতেই বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের প্যারেড অভিবাদন ও সালাম গ্রহণ করা হয়। পরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গার্লস-ইন স্কাউট অংশগ্রণ করে নাজিয়া ইসলাম। এ সময় অন্যান্যে ও মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর থানা অফিসার ইনচার্জ মাজহারুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুবআলী, বাপ্প সিদ্দিকী, সাবেক মেয়র মাসুদ পারভেজ প্রমূখ। এর আগেবীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও অনুষ্ঠানে বিভিন্ন পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
২২ ঘন্টা ৫২ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ দিন ৫৯ মিনিট আগে
৭ দিন ৪৪ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে