নাজিবুল বাশার: টাঙ্গাইলের মধুপুরে মদিনাতুল উলূম নুরানী তা’লিমুল কোরআন মাদ্রাসা বানিয়াবাড়ী পুকুরপাড় ঈদগাহ মাঠের ‘হোক আমাদের অঙ্গীকার, সুষ্ঠ সমাজ প্রতিষ্ঠার’ শ্লোগানে অসহায় ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে পোশাক (ইউনিফর্ম) ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসী অনলাইন ভিত্তিক সামাজিক সেবা সংগঠন এ আয়োজন করে।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মাদ্রাসার সাধারণ সম্পাদক ও বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসীর প্রধান উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ লিয়াকত হোসেন জনীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসীর সভাপতি ও ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ নাজিবুল বাশার, সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ আজাদ, যুগ্ম-সম্পাদক মো. খায়রুল আলম আকাশ, মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী, অভিভাবক হাসমত আলী, আব্দুল সালাম, নুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার মোহ্তামিম মৌলভী মো. আব্দুল মোতালেব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসীর দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন রনি, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ, সদস্য শোয়েব আক্তার, ১ নং কুড়ালিয়া ইউপি সদস্য মো. আবু সাইদ, ব্যবসায়ী, অভিভাবক, মহিলা অভিভাবক, রাজনৈতিক, সুধীজন, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণির পেশাজীবী। সকলের সার্বিক সহযোগিতা এবং সুধীজনের উপস্থিততে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।
অনুষ্ঠানে অসহায় অসচ্ছল ১৩ জন শিক্ষার্থীর মাঝে মাদ্রাসার নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) বিতরণ করা হয়। এ সময় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে। পরে কৃতি ও সকল শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ করা হয়।
১ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে