নাজিবুল বাশার, মধুপুর:
টাঙ্গাইলের মধুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আক্রমণে হান্নান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
৪ জানুয়ারি শনিবার বিকেলে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা দক্ষিণপাড়া মাস্টারবাড়ীর মোড়ে এ ঘটনা ঘটেছে। নিহত হান্নান ওই গ্রামের জনৈক ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় শালিসী বৈঠকে থাকা দুই ইউপি সদস্যকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের আমজাদ, ইদ্রিসদের সাথে পাশের বাড়ির হাতেম আলীর পরিবারের বেশ কিছুদিন ধরে দ্ব›দ্ব চলছিল। এ নিয়ে ধারাবাহিক শালিস ও ঝগড়া বিবাদ অব্যাহত ছিল। শনিবার বিকেলে এ নিয়ে আবারও বৈঠক বসেছিল। এক পর্যায়ে নিহত হান্নানের বড় ভাই হানিফকে হাতেমের লোকজন মজিবর, কামরুল, মজিবরের ছেলে নাছির, কামরুলের ছেলে লাভলু, হানিফার ছেলে রবিগংরা আক্রমণ করে। ছোট ভাই হান্নান এগিয়ে এলে তার উপরও আক্রমণ হয়। এতে ঘটনাস্থলে হান্নান আহত হয়ে পড়ে। হান্নানকে আহত অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আনার পর কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত্যু ঘোষণা করেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন হাসপাতালে নিয়ে আসার আগেই রাস্তায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
মধুপুর থানার ওসি মাজহারুল আমিন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এ ঘটনার তদন্ত স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় দুই ইউপি সদস্যকে তদন্ত কেন্দ্রে ডেকে আনা হয়েছে। তবে এ নিয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
১ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে