ঠাকুরগাঁওয়ে সিআর মামলার একই সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।আজ রাত নয় আগষ্ট ২০২৩ বুধবার আনুমানিক একটা এিশ মিনিটে রাএীকালীন অভিযানে এস আই হিরনময় চন্দ্র রায় এর নেতৃত্বে একদল পুলিশ সাজাপ্রাত আসামীকে হাজীপাড়া বৈশাখী মোর তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সাজাপ্রাপ্ত আসামী মোঃ হোসেন আলী পিতা মৃত আব্বাস আলী সাং হাজীপাড়া বৈশাখী মোর ঠাকুরগাঁও।
যার মামলা সি আর নং-১৫৯/১৯ এক বছরের সাজা ও দুই লক্ষ টাকা জরিমান এবং সি আর মামলা নং ১০৭/২০ এক বছরের সাজা এবং একলক্ষ পয়তাল্লিশ হাজার একশত চৌষট্টি -টাকা জরিমানা করেন আদালত।
মামলাসুএে জানা যায় বাদীর কাছ থেকে টাকা হাওলাত নিয়ে বাদীকে আসামী মোঃ হোসেন আলী জনতা ব্যাংকের চেক প্রধান করেন। বাদী চেক নগদায়নের জন্য ব্যাংকে জমা করেন কিন্ত আসামি মোঃ হোসেন আলীর একাউন্ট চেকে উল্লেখিত টাকা না থাকায় বাদী চেক ডিজ ওনার করে যথাযত আইন কানুন মেনে মামলা দায়ের করেন বলে জানান বাদী।
আসামী মোঃ হোসেন আলী সম্পর্কে ঠাকুরগাঁও সদর থানার এস আই হিরনময় চন্দ্র রায় আরোও জানান বাদী মোঃ সোহরাওয়ার্দী পিতা মোঃ ইদ্রিস আলী সাং সালন্দর সদর ঠাকুরগাঁও এর মামলায় ২০২১ সালে সি আর মামলায় পনের লক্ষ টাকা জরিমানা ও এক বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় দীর্ঘদিন বিভিন্ন জায়গায় গ্রেফতার অভিযান পরিচালনা করে অবশেষে কুরিগ্রাম জেলার রাজারহাট থানায় সিন্দুরমতি বাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। এক বছর সাজা খেটে বের হয়ে সে আবার ও চেক চালিয়াতি প্রতারানা শুরু করেন।
এস আই হিরনময় চন্দ্র বলেন সাজাপ্রাপ্ত আসামীকে যথাযথ আইন মেনে তাকে আগামীকাল জেল হাজতে প্রেরন করা হবে।
২২ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৩ দিন ২২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪৬ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪৮ দিন ৪ ঘন্টা ৬ মিনিট আগে
৬০ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৬৬ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭৬ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে