ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দোল পূর্ণিমার গান শুনে গভীর রাতে একসঙ্গে বাড়ি ফেরেন দম্পতি। ভোরবেলা ঘুম থেকে উঠে স্ত্রীকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বামী। পরে বাড়ি থেকে ৫০০ গজ দূরে কালীমন্দিরের পাশে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।
আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ভোটাপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর নাম বেলা রানী (২৮)। তিনি উপজেলার ধনতলা ইউনিয়নের সৌলা বন্দর গ্রামের সাধু যিশু রামের মেয়ে ও চাড়োল ইউনিয়নের ভোটপাড়া গ্রামের ঝালাইমিস্ত্রি কৃপণ সিংহের (৩৪) স্ত্রী। ওই দম্পতির ১১ বছরের এক মেয়ে ও ১০ বছরের এক ছেলেসন্তান রয়েছে।
গৃহবধূর স্বামী কৃপণ সিংহ বলেন, ‘১২ বছর আগে প্রেম করে বেলা রানীকে বিয়ে করেছি। আমাদের সংসারে কোনো ঝামেলা ছিল না। তবে গত এক বছর ধরে বিভিন্ন চন্দ্রগ্রহণের সময় অস্বাভাবিক আচরণ করে আমার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে চলে যেত। গতকাল রাতে দোল পূজার গান শেষে বাড়িতে ফিরে একসঙ্গে ঘুমিয়ে ছিলাম। রাতে কখন সে উঠে মন্দিরের পাশে গিয়ে কাঁঠালগাছে গলায় ফাঁস দিয়েছে টের পাইনি। পরে শ্বশুরবাড়ির লোকজনকে জানাই। তারা চেয়ারম্যান ও পুলিশকে জানাইছে। আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেল।’
গৃহবধূর বাবা সাধু যিশু রাম বলেন, ‘জামাইয়ের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। মেয়ের ওপর দূষিত বাতাস লেগেছিল। তাই এমন ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন করছে। বিস্তারিত পরে জানানো হবে।’
২২ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৩ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৬ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৮ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৬০ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
৬৬ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭৬ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে