পরিচ্ছন্নতা! পরিচ্ছন্নতা! পরিচ্ছন্নতা!
পরিচ্ছন্নতা দেবে তোমায় প্রসন্নতা।
প্রসন্নতা পেতে তোমায় জয় করতে হবে অন্ধকার,
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়বো, এই আমার দৃঢ় অঙ্গীকার।
ফেলব না ময়লা আর যত্রতত্রে, বদভ্যাস করব নিয়ন্ত্রিত
সচেতন হোক জনগণ, পরিষ্কার রাখব চারিপাশ এই আমার দৃঢ় পণ!
চলো পরিচ্ছন্ন হই মানসিকতায়,
রোগ শোকের এই দেশটাকে,
না হয় বদলে দেই ভালোবেসে,
চলো পরিচ্ছন্নতার বার্তা ছড়াই বাংলাদেশে,
তাই পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে!!
বিডি ক্লিন আমাদের ঘরে বাইরে আরেকটি পরিবার
শুরুটা এখানেই,শেষ করার দায়িত্ব আপনার!!
মানবিকতা ছড়িয়ে যাক মধ্যবিত্ত ছেড়ে ধনীদের দেশে
দেশটাকে জয় করে যাবো , হাতে হাত রেখে।
চলো সবাই হাত বাড়াই, চারিপাশে গাছ লাগাই
পরিবেশটা বাঁচিয়ে রাখি সতেজ সজীবতায়।
"পরিচ্ছন্নতা আমার মূলমন্ত্র, পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"।
২৯ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে
৩০ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৪১ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে
৫৩ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫৫ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
৬৭ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৭৩ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৮৩ দিন ১৩ ঘন্টা ৪১ মিনিট আগে