ঠিকানা: বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমবাদ দক্ষিন পাড়া,
শাজাহানপুর
, বগুড়া
বিস্তারিত
হারিয়ে গেছে ; সন্ধান দিন
শাহিনুর ইসলাম (৪২)। মানসিক ভারসাম্যহীন। বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমবাদ দক্ষিন পাড়ার আবুজারের ছেলে তিনি। গত বুধবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে নিরুদ্দেশ হন। পরনে লুঙ্গি আর কালো সার্ট ছিল। যদি কেউ তাকে খুঁজে পান তাহলে নিম্ন মোবাইল নাম্বরে যোগাযোগ করার অনূরোধ রইলো।