14-11-2023
ফোন নম্বর: ০১৮১৭-৭৩২০২১
ঠিকানা: ফুলগাজী, ফেনী, ফুলগাজী , ফেনী
বিস্তারিত
হারানো বিজ্ঞপ্তি।
গত ২ /১০/২০২৩ ইং তারিখে রাবেয়া আক্তার পলি নামের ২ সন্তানের জননী শশুর বাড়ির যাওয়ার উদ্দেশ্যে বাবার বাড়ি ফুলগাজী মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিন জামমুড়া থেকে বের হয়ে বাজার করার উদ্দেশ্যে ফুলগাজীর মুন্সিরহাটে যায়। তারপর থেকেই পলির ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পলির পরিবার নানান জায়গায় খোঁজাখুঁজির পর পলির কোন সন্ধান না পেয়ে পলির প্রবাসী স্বামী রিয়াজ বাড়িতে এসে ফুলগাজী থানায় একটি নিখোজ ডায়েরি করে। পলির স্বামী রিয়াজের বাড়ি পাশের গ্রাম উত্তর জামমুড়ায়। এদিকে দীর্ঘ এক মাস ধরে পরিবার পলির কোন সন্ধান না পাওয়ায় চরম দুশ্চিন্তায় আছে। পলির ছোট ছোট সন্তানেরা মাকে না পেয়ে সারাদিন কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। এমতাবস্থায় যদি কোন হৃদয়বান ব্যক্তি পলির সন্ধান পেয়ে থাকেন তবে নিম্ন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল:- ০১৬১৯-০৩৮৯১৮/ ০১৮১৭-৭৩২০২১