16-11-2023
ফোন নম্বর: ০১৮৭০-২১৩১৪৩
ঠিকানা: পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন , ঢাকা
বিস্তারিত
রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে মোঃ জাহিদ নামে এক ছেলে হারিয়ে গেছে। তার বয়স ১০ বছর। তার পিতার নাম মোঃ রুবেল, মাতার নাম-মাজেদা বেগম। স্থায়ী ঠিকানা- সাং-গোপিনাথপুর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী। বর্তমান ঠিকানা-পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা।
জাহিদের গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো পেস্ট রঙের পায়জামা ও পাঞ্জাবী।
জিডি সূত্রে জানা যায়, জাহিদ গত ২৮ অক্টোবর ২০২৩ খ্রি. সকাল ৮:০০টায় বর্তমান বাসা হতে মাদ্রাসার যাওয়ার জন্য বাহির হয়ে আর ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে তার দাদী ২৯ অক্টোবর তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর -১৬৭৮।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত তানজিলের সন্ধান জেনে থাকলে তেজগাঁও থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সালেকীন মিল্লাত তাওফিক (০১৮৭০-২১৩১৪৩), ডিউটি অফিসার (০১৩২০-০৪০৮০৯) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৮০২) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।