16-11-2023
ফোন নম্বর: ০১৭১১৫৭৯৯৫১
ঠিকানা: শাহজাহানপুর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন , ঢাকা
বিস্তারিত
রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে মোঃ তানজিল রেজুয়ান কবির শাহিন নামে এক বাক প্রতিবন্ধী ছেলে হারিয়ে গেছে। তার বয়স ১৫ বছর। তার পিতার নাম মোঃ হুমায়ুন কবির। তানজিলের গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার ও উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো সাদা ডোরা কাটা গেঞ্জি ও জিন্সের প্যান্ট।
জিডি সূত্রে জানা যায়, তানজিল গত ১৬ আগস্ট ২০২৩ খ্রি. বেলা ১:০০টায় শাহজাহানপুর থানার আমতলা মোড় হতে হারিয়ে যায় । সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে তার বাবা ১৬ আগস্ট শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর নং-৬৬০।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত তানজিলের সন্ধান জেনে থাকলে ডিবি মতিঝিল জোনাল টিমের তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ তরীকুল ইসলাম (০১৭১১-৫৭৯৯৫১) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।